রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উষ্ণতা ছড়াচ্ছেন পারসা ইভানা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

উষ্ণতা ছড়াচ্ছেন পারসা ইভানা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা টেলিভিশন ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’  দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। 

গত এপ্রিল মাস থেকে ‘যুক্তরাষ্ট্রের ফ্রিম্যান’ স্টুডিওতে অভিনয় প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণের বাইরে ছুটে বেড়াচ্ছেন আমেরিকার বিভিন্ন শহরে। দেশটিতে যে খুব ভালো সময় কাটছে, তার প্রামণ মিলেছে অভিনেত্রীর ফেসবুক জুড়ে। 


বিজ্ঞাপন


আজ বুধবার (৯ জুলাই) আমেরিকার নিউইয়ার্ক সিটি থেকে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুকে অনুরাগীদের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। ছবিগুলো একরাশ মুগ্ধতা ছড়াচ্ছে। কখনও অপলক দৃষ্টি তাকিয়ে আছেন, কখনও চায়ের কাঁপ হাতে বসে আছেন। আবার কখনও রাস্তার মাঝে কালো চশমা পরে শহরে গতি থামিয়ে দিচ্ছেন।

parsa_b
পোস্টের ক্যাপশনে ইভানা লিখেছেন, ‘চিনি ছাড়া কফি।’ 

অভিনেত্রীর পোস্ট হিল্লল তুলেছে অনুরাগীদের মনে। অভিনেত্রীর সৌন্দার্যের প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। একজন লিখেছেন,’অনেক বেশি ভালো লাগছে।’ অন্য একজন লিখেছন, ‘কী বলব সৌন্দর্যের কথা? সৌন্দর্যের কথা বলতে বলতে হবে না শেষ, তবুও বলি অনেক সুন্দর লাগতেছে।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর