ভালোবাসা ও রহস্যনির্ভর গল্পে নির্মিত নাটক ‘ভালোবাসা প্রমাণিত’। পরিচালনা করেছেন সোহেল আরমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল।
গল্পে দেখা যাবে, কেয়াকে বাসায় রেখে কয়েকদিনের জন্য তার বাবা-মা ঢাকার বাইরে যায়। একা যেন থাকতে না হয় সেজন্য তার এক ফুফুকে বাসায় রাখা হয়। সন্ধ্যায় তাকে পড়াতে আসেন গৃহশিক্ষক আশরাফ। খুব সহজ-সরল এবং সৎ ছেলে হিসেবে আশরাফকে পছন্দ করেন কেয়ার বাবা-মা। বাসায় ঢুকেই আশরাফ আঁতকে ওঠে। কেয়াকে ঘিরে আছে কয়েকজন ডাকাত! তাদের হাতে পিস্তলসহ নানা রকম অস্ত্র।
বিজ্ঞাপন
আশরাফ ভয় পেয়ে পালাতে চাইলে তাকে আটকে দেয় ডাকাতরা। পুলিশের তাড়া খেয়ে তারা এখানে এসেছে, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হয় ততক্ষণ তারা যাবে না বলে জানায়।
ডাকাতরা আশরাফকেও এখান থেকে যেতে দিবে না। ভীতু আশরাফকে নিয়ে নানা মজার ঘটনা ঘটায় ডাকাতরা। একপর্যায়ে কেয়া আশরাফকে বলে ডাকাতরা মেরে ফেলার আগে একটা সত্য কথা বলে যেতে, সেটা হলো সে জানে আশরাফ তাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আশরাফ তা অস্বীকার করে, কেয়া তাকে ছাড়ে না। ডাকাতের কাছ থেকে পিস্তল নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে বলে আশরাফ যদি সত্যি কথা না বলে তাহলে সে নিজেকে গুলি করবে!
শেষ পর্যন্ত আশরাফ স্বীকার করে যে, সত্যি সত্যি সে কেয়াকে ভালোবাসে। তার কথা শুনে ডাকাতরা অস্ত্র ফেলে একসাথে সবাই হাত তালি দেয়। আসলে পুরোটা ছিল কেয়ার সাজানো নাটক! আশরাফের কাছ থেকে ভালোবাসার কথা শোনার জন্য এ কাণ্ড করেছে সে।
নাটকটি বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

