কিংবদন্তি গসপেল সংগীতশিল্পী এবং মিসিসিপি ম্যাসর সদস্য মোসি বার্কস আর নেই। গত ৭ জুলাই বার্ধ্যকজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মোসি বার্কসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গায়িকার মেয়ে।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘মা মোসির কণ্ঠ সারা বিশ্বের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। মিসিসিপি ম্যাস সংগীত দলের সুর মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করেছে। তার মৃত্যুর পর এই কঠিন সময়ে অনুগ্রহ করে তার পরিবার, বন্ধু-বান্ধব ও মিসিসিপি ম্যাসের পরিবারের জন্য প্রার্থনা করুন। তার রেখে যাওয়া স্মৃতি ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।’

এদিকে মিসিসিপি দলের অন্যতম সদস্যের মৃত্যুতে তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের প্রিয় ও কিংবদন্তি সদস্য মোসি বার্কসের মৃত্যুর খবর দিচ্ছি। মিসিসিপি ম্যাস তাকে সত্যিকারের গসপেল অগ্রদূত হিসেবে স্মরণ করছে।’
মালাকো মিউজিক গ্রুপ-এর তথ্য অনুযায়ী, কিংবদন্তি এ সংগীতশিল্পী ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপির ফরেস্ট শহরে জন্মগ্রহণ করেন। সেখানেই বেড়ে ওঠেছেন তিনি। বরেণ্য এ গায়িকার গানের প্রতি ভালোবাসা জন্মায় ১২ বছর বয়সে। মাত্র ১২ বছরে বয়সে তিনি গিটার বাজানো শিখেন এবং স্থানীয় গির্জায় সংগীত পরিবেশন শুরু করেন।
পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের জ্যাকসন শহরে চলে আসেন। সে সময় নিজের পড়ার খরচ জোগাতে গৃহপরিচারিকার কাজ করতেন। তবে পড়াশোনা বন্ধ হয় যখন তার মা মারা যান। তখন মোসি বার্কসের কাঁধে পরিবারের দায়িত্ব এসে পড়ে। গৃহকর্মীর কাজ করে ভাইবোনদের বড় করেছেন তিনি।
মোসি বার্কসের মৃত্যুতে শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী এবং শুভাকাঙ্খীরা।
ইএইচ/

