রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখন কেমন আছেন ফরিদা পারভীন?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১১:২৬ এএম

শেয়ার করুন:

এখন কেমন আছেন ফরিদা পারভীন জানালেন তার স্বামী

লালন সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় গেল ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে বরেণ্য এ সংগীতশিল্পীর অসুস্থতার খবরে কপালে ভাঁজ ভক্তদের। কেমন আছেন প্রিয় গায়িকা? জানতে উদগ্রীব তারা। ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থা জানতে মুঠোফোনে গায়িকার স্বামী গাজী আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হয়। সর্বশেষ শরীরিক অবস্থা প্রসঙ্গে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। এখন স্থিতিশীল, একটু ভালো।’ 

forida-parvin-20250215205429

এর আগে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড গঠনের কথা বলা হয়। গায়িকার উন্নত চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ফরিদা পারভীনের স্বামী বলেন,’গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে আমি ফোন দিয়েছিল। উনি স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন। এখন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। সরকারি হসপাতাল হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেত বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব।’ 

অনেকদিন ধরেই কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। সঙ্গে রয়েছে ফুসফুসের রোগসহ নানা জটিলতা। বছরের শুরুতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল তার। সেসময় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর