রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাকিবের নায়িকা নিয়ে প্রশ্ন, ফের সরব দীপা খন্দকার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

শাকিবের নায়িকা নিয়ে প্রশ্ন, ফের যা বললেন দীপা খন্দকার 

আজকাল পর্দায় দেশের বাইরের নায়িকাদের সঙ্গেই বেশি স্ক্রিন শেয়ার করতে দেখা যায় শাকিব খানকে। বরবাদ, প্রিয়তমা, তুফানে ইধিকা পাল, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানরাই তার প্রমাণ। চাউর হয়েছে কিং খানের আসন্ন সিনেমায়ও পর্দা দোলাবেন বিদেশিনী। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আপত্তি তোলেন অভিনেত্রী দীপা খন্দকার।

একটি সিনেমার নামে ছড়িয়ে যাওয়া ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুকে তিনি লিখছিলেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয়, তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’


বিজ্ঞাপন


cb61070766f69d97f5ce8d72db06f1cf-665c68aceac83

দীপার এমন পোস্ট দেখে নাখোশ হন নেটিজেনদের অনেকে। অনেকে কটাক্ষও করেন। কেউ জয়া আহসানের উদাহরণ টেনে বলেন, ‘কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন, তবুও কেন তাদের লোকাল প্রোডাকশনে জয়া আহসান কে নেওয়া হয়, কেন নুসরাত ফারিয়ারা অভিনয় করে?’

এবার বিষয়টি নিয়ে ফের সরব হলেন অভিনেত্রী। নিজের অবস্থানে অনড় থেকে লিখেছেন, ‘জি আমি স্বার্থপর । আমি চাই আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক । আর্টিস্টদের লাভ হোক।’

1fe0f0753a701ae97c72679598c3f5c3-6651aaceddf8b


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু । সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দিব? যেখানে নারী লিড রোল এর সুযোগ খুব বেশি থাকে না। যাও দুই একটা থাকে তা যদি অন‍্য দেশের আর্টিস্টের দিয়ে দেয়া হয় তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকল?’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘অলরেডি অনেক আর্টিস্ট ই সিনেমায় প্রমাণিত । চিন্তা ভাবনা বদলাতে হবে। গল্প নির্ভর সিনেমা বানাতে হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর