সম্প্রতি বছর গুলোতে ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের একক রাজত্ব। ঈদ আর শাকিব একে অপরের পরিপূরক। কয়েকদিন আগেই আগামী বছরের ঈদুল ফিতরের জন্য নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সুপারস্টার অভিনেতা।
আসন্ন সিনেমায় শাকিবের নায়িকা কে হবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গুঞ্জন উঠেছে- এতে শাকিবের বিপরীতে দেখা যাবে টালিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে। অভিনেত্রীর বিষয়টি নিশ্চিত না হলেও এমন খবরে শিকিবিয়ানরা বেশ আনন্দিত। তবে শাকিবের সঙ্গে টলিউড অভিনেত্রীর জুটি নিয়ে আপত্তি জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী দীপা খন্দকার।
বিজ্ঞাপন
পিচ্চি হান্নান চরিত্রে মোশাররফ করিম, লিড ফিমেল চরিত্রে মধুমিতা ও কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান- এমন একটি ফটোকার্ড ফেসবুকে ভাগ করেছেন অভিনেত্রী। ওই পোস্টের ক্যাপশনে দীপা খন্দকার লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয়, তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’
অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘বাংলাদেশের চেয়ে কলকাতার ফিমেলরাই বেটার মনে করি। শিল্পীদের কোনো দেশ নেই তারা সবদেশে অভিনয় করতে পারবে, রাজ্জাক থেকে অনেক অভিনেতা অভিনেত্রী কলকাতায় অভিনয় করছে।’
অন্য একজন লিখেছেন, ‘কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন, তবুও কেন তাদের লোকাল প্রোডাকশনে জয়া আহসান কে নেওয়া হয়, কেন নুসরাত ফারিয়ারা অভিনয় করে?’
ইএইচ/

