রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক মাসে ৫ কোটি টাকার টিকিট বিক্রি ‘উৎসব’-এর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

এক মাসে ৫ কোটি টাকার টিকিট বিক্রি ‘উৎসব’-এর

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের তালিকায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিদেশের মাটিতেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে চার্লস ডিকেন্সের ১৮২ বছর পুরোনো গল্প ‘আ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত ‘উৎসব’। 

যত দিন যাচ্ছে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ততই বাড়ছে। ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। মুক্তির ২৯ দিনের মাথায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে থেকে সিনেমাটির টিকিট বিক্রি ৫ কোটি টাকা ছাড়িয়েছে।  


বিজ্ঞাপন


‘উৎসব’ ছবির সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা তানিম নূর। এই নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে। যারাই ছবিটি দেখেছেন তারাই ছবিটি নিয়ে কথা বলছেন, মানুষকে জানাচ্ছেন। এটা সত্যি দারুণ।’

utsob_20250514_114924710   

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ এমন ব্যতিক্রমী ট্যাগলাইন নিয়েই মুক্তি পায় ছবিটি। সেই ট্যাগলাইনের সঙ্গেই মিল খুঁজে পাচ্ছেন দর্শকেরা। অনেকেই বলছেন, সিনেমাটি দেখে যেন ফিরে গেছেন তাদের শৈশব বা সোনালি অতীতে। 


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। প্রযোজনা করেছে ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট।   
  
ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর