শাকিব খানের হাত ধরে সিনেমায় নাম লেখান ওপার বাংলার ইধিকা পাল। প্রথম সিনেমা এনে দেয় তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা। পরে দেবের সঙ্গে টলিউডেও পান সফলতা। পরপর তিনটি ব্লকবাস্টার সিনেমার এ নায়িকার হাতে নেই ছবির কাজ।
ভারতীয় সংবাদমাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইধিকা শেষ করলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ ছবির শুটিং। আপাতত ছবির গানের শুটিং সারতে উড়ে গিয়েছিলেন থাইল্যান্ডে। সে পর্বও শেষ। আপাতত হাতে নেই তার কোনো ছবির কাজ।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আপাতত কয়েকটি বিজ্ঞাপনী ছবির শুটিং করলাম। সঙ্গে ফটোশুটও করছি। ছবি নিয়ে কোনও কথা কারও সঙ্গে হয়নি এখনও। অবসরের মেজাজেই রয়েছি।”
তবে কি ছোটপর্দায় ফিরতে চান? উত্তরে নায়িক বলেন, “বড় পর্দায় আরও একটু নিজেকে মেলে ধরার ইচ্ছা রয়েছে। স্বপ্ন দেখি, দুই বাংলার প্রথম সারির সমস্ত নায়কের বিপরীতে অভিনয় করব। ভাল ভাল ছবি উপহার দেব। প্রত্যেকটি ছবি ব্লকবাস্টার হবে।”
বিজ্ঞাপন
ইধিকাকে ঢালিউডে সবশেষ দেখা গেছে ‘বরবাদ’ ছবিতে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে দেখা গেছে। ছবিটিতে আরও ছিলেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।