রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিরতির পর গানে ফিরলেন ইসলাম মানিক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০২:১১ পিএম

শেয়ার করুন:

বিরতির পর গানে ফিরলেন ইসলাম মানিক

দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইসলাম মানিক। যার সংগীতযাত্রা শুরু ১৯৯৯ সালে। ‘মন্দিরা’ নামের একটি ব্যান্ডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৮ সালে সঙ্গীতার ব্যানারে প্রকাশ পায় ইসলাম মানিকের প্রথম একক অ্যালবাম ‘মেঘলা মেয়ে’। সংগীতায়োজনে ছিলেন ফোয়াদ নাসের বাবু ও বাপ্পা মজুমদার। অ্যালবামটির ‘মেয়ে তোমার আমি বন্ধু হব’, ‘বন্ধুরে’, ‘মাওলা’— গানগুলো শ্রোতাদের আলোড়িত করেছিল। 


বিজ্ঞাপন


1749401417738

এরপর ২০১৬ সালে বাজারে আসে মানিকের দ্বিতীয় অ্যালবাম ‘মন ঘুড়ি’। এই অ্যালবামের গানগুলোও শ্রোতাপ্রিয়তা অর্জন করে। এতে ছিল ‘আলো’, ‘ভেবে না পাই’, ‘চলে যেও না’—এর মতো গান। 

ওই বছর জর্ডানের বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে অনুষ্ঠিত হয় তিনটি আন্তর্জাতিক কনসার্ট, যেখানে ইসলাম মানিক ও তাঁর দল ‘টিম অফ ইসলাম মানিক’অংশ নেন। সেখানেও প্রশংসিত হন এ গায়ক। 

1749072886341


বিজ্ঞাপন


তবে একই বছর পরিবারের দুই সদস্যকে (মা-বোন) হারিয়ে অনেকটা থমকে যান তিনি। সংগীত থেকে নেন বিরতি। হয়ে পড়েন অনিয়মিত। দেখতে দেখতে কেটে যায় চার বছর। মানিক গানে ফেরেন ২০২০ সালে, করোনা মহামারির ভয়াবহতার মধ্যে। নিজের লেখা-সুরে সচেতনতার বার্তা দিতে থাকেন। 

মানিক এখন গানে নিয়মিত। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন গান। তার কথায়, ‘আমি চাই, আমার গান মানুষকে আনন্দ দিক, মানুষ শান্তি অনুভব করুক। তবেই সার্থক হবে আমার সংগীত জীবন। এখন আবার নিয়মিত গাইছি। চাই, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ পাশে থাকুক।’

IMG_20250703_212928_372

সম্প্রতি ইসলাম মানিক ব্যস্ত নতুন গানের কাজ নিয়ে। এরইমধ্যে কণ্ঠ দিয়েছেন আরটিভি আয়োজিত মিউজিক লাউঞ্জের গানে। এছাড়াও তার বেশ কয়েকটি গান রয়েছে মুক্তির অপেক্ষায়। এর বাইরে কয়েকটি গানের রেকর্ডিং এবং কয়েকটি মিউজিক ভিডিওর পরিকল্পনা চলছে বলে জানান মানিক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর