মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জীবনের ঘুরে দাঁড়ানোয় বড় অনুপ্রেরণা শাকিব খান: তৌসিফ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

জীবনের ঘুরে দাঁড়ানোয় বড় অনুপ্রেরণা শাকিব খান: তৌসিফ 

বাংলা সিনেমাকে শুধু অন্য উচ্চতায়-ই নিয়ে যাননি এরইমধ্যে অনুজদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন তিনি। তার উত্থান, প্রতিবন্ধকতা, ঘুরে দাঁড়ানো দেখে অনেকেই নেন শিক্ষা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও আছেন এ তালিকায়।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তৌসিফ জানান, জীবনের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় অনুপ্রেরণা শাকিব খান। তিনি বলেন, ‘ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে ২০১৮-১৯ সালে হতাশ হয়ে পড়ি। পরে কোভিড এল, পুরো পৃথিবী থেমে গেল। তখন ভাবলাম, কী করছি! মিজানুর রহমান আরিয়ানের মতো পরিচালকের কাজ করেছি, ভালো ভিউ আসেনি, হতাশ লাগত। সেই সময় শাকিব খান বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। তিনি ঝড়-ঝাপটা সামলে কাজ করে যাচ্ছেন, কাজ দিয়েই জবাব দিচ্ছেন।’


বিজ্ঞাপন


শাকিব ছাড়াও যাদের দেখে অনুপ্রাণিত হন তৌসিফ তাদের মধ্যে রয়েছেন আরিফিন শুভ ও আফরান নিশো। তার কথায়, তিনি বলেন, ‘বাংলাদেশে যারা সিক্স প্যাক বানাতে চায়, তাদের বড় অনুপ্রেরণা শুভ ভাই। আমিও সেই তালিকায় আছি।’অভিনয়ে তৌসিফের সবচেয়ে অনুপ্রেরণা নিশো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর