রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন ‘অ্যানিম্যাল’-এর তৃপ্তি!  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন ‘অ্যানিম্যাল’-এর তৃপ্তি!  

‘অ্যানিম্যাল’, ‘ব্যাড নিউজ’ দিয়ে দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু তার হৃদয়ে ঝড় তুলেছেন কে? কৌতূহল অনেকদিনের। শোনা যাচ্ছিল, ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে হৃদয় বিনিময় করেছেন। এবার যেন তা আরও উসকে দিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দিন ধরেই স্যামের সঙ্গে দেখা যাচ্ছিল তৃপ্তিকে। মুম্বাইয়ের আনাচ-কানাচে ধরা দিয়েছেন তারা। একসঙ্গে উড়ে গিয়েছিলেন ফিনল্যান্ডেও। সেখানে ছুটি উপভোগের ছবি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমেও।

tripti-dimri-and-sam-merchant

তা থেকেই দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন অনেকে। সে আগুনে তৃপ্তি নিজেই ঘি ঢালেন ৩০ জানুয়ারি। সমাজমাধ্যমে স্যামকে খোলাখুলি জন্মদিনের শুভেচ্ছা জানান। ফলে চর্চা চলতে থাকে দ্বিগুণ উদ্যোমে। 

এদিকে সম্প্রতি গোয়া ভ্রমণ যেন সেই গুঞ্জন আরও উস্কে দিল। কখনও তাদের এক সঙ্গে ফুচকা, চাট খেতে দেখা গেছে। কখনও সুইমিং পুলে তারা ঘনিষ্ঠ। এরপরই রিসোর্টের ভেতরের ছবি ভাগ করে নিয়ে তৃপ্তি লেখেন, ‘শান্তির নীড়’। এই পোস্টটিও ভাগ করে নেন স্যাম। 

Triptii-Dimri

দুজনের এই ভাগাভাগিকে প্রেমের নিদর্শন বলে মনে করছেন নেটিজেনরা। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি তৃপ্তি-স্যাম। তাই বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর