ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি গত সপ্তাহে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। দেশ ছাড়ার বিষয়টি একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজেই জানিয়েছিলেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দাবি করা হয় মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। যা নজর এড়ায়নি মাহির।
আজ সোমবার (৩০ জুন) একটি পোস্টে মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়া ওই ব্যক্তির প্রতি ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’ এর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। মাহির পোস্টের পর অনুরাগীরা শস্তির নিঃশ্বাস ফেলছেন। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। একজন লিখেছেন, ‘এসব মিথ্যা যারা রটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার’। অন্য একজন লিখেছেন, ‘টেনশানে ছিলাম।যাক জানতে পেরে চিন্তামুক্ত হলাম।’
দেশ-বিদেশি তারকাদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়। মাঝে মধ্যেই বিভিন্ন তারকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। গত মাসে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে ক্ষোভ ঝাড়েন তিনি।
ইএইচ/

