সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারা গেলেন অভিনেতা চিরঞ্জিতের ভাই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

মার গেলেন অভিনেত্রী চিরঞ্জিতের ভাই

টলিউড অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর ছোট ভাই অমিতাভ চক্রবর্তী হৃদরোগে মারা গেছেন। গত বুধবার (২৫ জুন) অভিনেতার ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ নায়ক।

ভারতীয় সংবাদমধ্যমের সঙ্গে আলাপকালে ভাইয়ের মৃত্যুর সংবাদটি জানান চিরঞ্জিত। তিনি বলেন, ‘মৃত্যুর ঘটনাটি ঘটেছে ২৫ তারিখ। সকাল ৮টায় ঘুম থেকে ওঠে। তখন ওঁর স্ত্রী মজা করে বলে আজ তুমি অনেকক্ষণ ঘুমালে। তখনও ভাই বলেছিল ‘হ্যাঁ’ আজ ভাল ঘুম হয়েছে। কিছু সময় পর হঠাৎই বাড়ির কলিং বেল বাজল। ওঁর স্ত্রী বারান্দায় দেখতে গেল কে এসেছেন। ফিরে এসে দেখে অনিতাভের আর কোনো সাড়াশব্দ নেই। চুপচাপ শুয়ে আছে। ঘুম থেকে ওঠার কয়েক মিনিটের মধ্যেই হার্ট অ্যাটকের ঘটনাটি ঘটে।’ 


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, ‘সেইরকম জটিল কোনো রোগ ছিল না। কয়েকদিন আগে বুকটা চিনচিন করছিল। ইসিজি করেছিল রিপোর্টও ভালো আসে। তখন চিকিৎসক ইকো কার্ডিওগ্রাম করার পরামর্শ দিয়েছিলেন। সেটা করায়নি। ইসিজি-র রিপোর্ট ভালো এসেছে বলে ওই রিপোর্টটা করতে অবহেলা করেছিল। যদি করত তাহলে হয়তো এইরকম ঘটনা নাও ঘটতে পারত।’

সাক্ষাৎকারে নিজের ছোট ভাইয়ের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন অভিনেতা। তিনি জানিয়েছেন, অমিতাভ চক্রবর্তীকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরে বেড়াতেন । সেই কাঁধে করে তাকে শ্মশানে নিতে হলো।’

তিনি আরও বলেন, ‘ওঁর (ছোট ভাই অমিতাভ চক্রবর্তী) মৃত্যুর পর পারিবারিক চিকিৎসক প্রেসক্রিপশন দেখে বলেছেন, কোলেস্টরল অনেকটাই বেশি ছিল। নিয়মিত ওষুধ খেত না। কিছুটা অবহেলাও করেছে। তবে ওঁর মৃত্যুটা খুব শান্তির। কাউকে কোনো কষ্ট দেয়নি। ডায়ালেসিস চলেনি। ক্যানসারের যন্ত্রণায় ছটফট করেনি। খুব আরামে চলে গেল। আমিও যেন এভাবেই শান্তিতে চলে যেতে পারি।' 

বলে রাখা ভালো, চিরঞ্জিত চক্রবর্তী বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তীর সন্তান। চিরঞ্জিতরা সাত ভাই বোন। গোলপার্কের নিজ বাড়িতে ছোট বোন আর বড় দুই দিদির সঙ্গে থাকতেন ছোট ভাই অমিতাভ। অভিনেতার ছোট ভাই পেশায় একজন কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর