সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আমি একটি সামাজিক অবক্ষয়ের গল্প বলেছি কেবল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

‘আমি একটি সামাজিক অবক্ষয়ের গল্প বলেছি কেবল’

নাটক সমাজের দর্পন, নানা অসঙ্গতি গল্পের ছলে তুলে ধরার নাম-ই নাটক। যেমনটা পাবেন মজুমদার সিমুলের নতুন সৃষ্টি ‘এলিয়েন বেবি’ নাটকে। ‘এলিয়েন বেবি’ নামও যেমন অন্যরকম ঠিক তেমনই গল্পও ভিন্ন। সমাজে ঘটে যাওয়া অন্যায়, চাকরি না পাওয়া, ঘুষ, হতাশায় ডুবে যাওয়া, মানসিক অবক্ষয় ও পরিবারের ওপর সেটার প্রভাব নিয়ে সাজানো হয়েছে গল্পটি। যেখানে নেশাগ্রস্ত এক বাবা তার সন্তানকে এলিয়েন বেবি হিসেবে বিশ্বাস করতে থাকে, কিন্তু কেন? সেসবের উত্তর আছে নাটকটিতে। 

নির্মাতা মজুমদার সিমুলের কথায়, আমি একটি ব্যর্থ সমাজের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার ‘এলিয়েন বেবি’তে। এ গল্পে আপনারা যা যা দেখতে পাবেন সবই সামাজিক জীব হিসেবে আমাদের ব্যর্থতা। এটা কেবলই একটা মানবিক অবক্ষয়ের গল্প না সামাজিক অবক্ষয়েরও একটা প্রামাণ্যচিত্র বলতে পারেন। 


বিজ্ঞাপন


বিশেষভাবে উল্লেখ্য যে, ‘এলিয়েন বেবি’ নাটকটি সম্প্রতি সম্প্রচারিত হয়েছে টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, প্রয়াত শাহবাজ সানী, ইকবাল হোসে,আল আমিন দুরানী, রিয়াজ রাজ ও শিশুশিল্পী  আইরা সহ আরও অনেকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর