রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবে শুটিংয়ে ফিরছেন শাবনূর, জানালেন পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

কবে শুটিংয়ে ফিরছেন শাবনূর, জানালেন পরিচালক

গত বছর ‘রঙ্গনা’ সিনেমার মহরতের পর নীরবে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন শাবনূর। এতে ছবিটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন অনেকে। নিন্দুকেরা হয়েছিলেন সরব। এর কিছুদিন পরে তাদের মুখে ঝামা ঘষে ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন সুপারস্টার অভিনেত্রী। 

তবুও একাংশের প্রশ্ন ছিল ছবিটির শুটিং শেষ করবেন তো? না কি তার আগেই উড়াল দেবেন শাবনূর। অনুরাগীদের কথায় যেন সত্য হয়েছিল। ছবির অর্ধেকের বেশি শুটিং শেষ করে আবারও অস্ট্রেলিয়ায় পড়ি জমান অভিনেত্রী। এরইমধ্যে কেটে গেছে ১৪ মাস। সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জনপ্রিয় অভিনেত্রী ‘রঙ্গনা’ সিনেমা। এবার কিছুটা আশার বাণী শোনালেন ছবির পরিচালক আরাফাত হোসাইন। তিনি জানালেন খুব শিগগিরই দেশে ফিরবেন শাবনূর।  

Sbanur

‘রঙ্গনা’ ছবির নির্মাতার কথায়, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। নতুন পরিকল্পনা অনুযায়ী আমাদের শুটিং হবে। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন, তারপর শুরু হবে সিনেমার দৃশ্যধারণ।’ 

তিনি যোগ করেন, ‘এখন প্রচুর গরম পড়ছে। এটি কমলে শুটিংয়ের কথা ভাবব। শাবনূর আপুর সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। তার সন্তানের স্কুল বন্ধের ব্যাপার রয়েছে। সবকিছু পজিটিভ আছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমার শুটিং করার পরিকল্পনা আছে।’ 
 
বলে রাখা ভালো, সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর