রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বৈরাচারের থেকে ধর্ষণকারী খারাপ: পাভেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

স্বৈরাচারের থেকে ধর্ষণকারী খারাপ: পাভেল

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ২৬ জুন রাতে। গতকাল শনিবার ওই নারীকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন শোবিজ তারকারা। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ জানিয়েছেন সাইদুর রহমান পাভেল। 

আজ রোববার (২৯ জুন) মধ্যরাতে লাইভে এসে পাভেল ধর্ষকদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন তিনি। 

485370422_1704487340145048_8708499645375855146_n

অভিনেতা পাভেল ভিডিও বার্তায় বলেন, ‘কুমিল্লা মুরাদনগরে যারা ধর্ষণটা করল বা যারা ভিডিওটা করল। সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ বা যারা এখন দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, এই নমুনা আপনাদের? সাধারণ ছাত্ররা যারা এত কিছু করল, সে দেশের এই নমুনা? এই যে পৈশাচিক ঘটনাটা ঘটাইল। এদের জনসম্মুখে ফাঁসি বা ক্রসফায়ার করা হোক। এদের প্রকাশ্যে নিয়ে আসা হোক সবার সামনে। এদের পরিবারকে সামনে নিয়ে আসা হোক।’

গণ-অভ্যুত্থানে সমর্থন দেওয়াটা ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘স্বৈরাচারের থেকে ধর্ষণকারী খারাপ। আমার তো মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরও খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ভুল করছি। এখন তো মনে হচ্ছে ভুল করছি ভাই! সবাই ভুল করেছে।’

pavel_j

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা যোগ করেন, ‘আপনারা ধর্ষকদের মেরে ফেলেন। সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে। তাহলে যারা ধর্ষক, কাজটা করছে তাদের মা-বাবা যদি বেঁচে থাকে। মা-বাবা, ভাই-বোন যদি থাকে আপনারা কাজটা করেন। যদি আপনাদের সন্তান যারা কাজটা করেছে, ওদেরকে পারলে মেরে ফেলেন।’  

সবশেষে অভিনেতা বলেন, ‘সবার ঘরেই মা-বোন আছে। যারা কিছু হলেই শাহবাগ চলে যান দাবি নিয়ে। তারা সবাই মিলে আরেকটা জনসমুদ্র হোক। ধর্ষণের বিচার ফাঁসি। এদের মেরে ফেলেন। এদের মেরে ফেলেন, এটুকুই বলব।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর