রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিচ্ছেদের ঘোষণা কনার, ন্যান্সির ব্যঙ্গ, যা বললেন সালমা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

বিচ্ছেদের ঘোষণা কনার, ন্যান্সির ব্যঙ্গ, যা বললেন সালমা 

সামাজিক মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিতেই জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনাকে ব্যঙ্গ করেন নাজমুন মুনিরা ন্যান্সি। এরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় সরব হন কণ্ঠশিল্পী সালমা।

নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময় শিল্পীর পাশে থাকাটা জরুরি। আমাদের ট্যাগ কিন্তু আমরা শিল্পী। সেখানে আমাদের কর্তব্য সবাই একসাথে মিলে থাকাটা। দুই দিনের দুনিয়া কে কখন আছি আবার নেই। যার যার কষ্ট তার তার। সবাই মিলে ভালো থাকার চেষ্টা করুন।’


বিজ্ঞাপন


অন্যদিকে ন্যান্সি লিখেছিলেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয় -বাণীতে শেয়াল রাণী।’যা দেখে অনেকের ধারণা ছিল, কনাকে কটাক্ষ করেই ন্যান্সি ওই পোস্ট দিয়েছেন। কেননা এর আগেও শেয়াল রানী সম্বোধন করে কনাকে ইঙ্গিত করে নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন ন্যান্সি। 

বলে রাখা ভালো ২০১৯ সালের ২১ শে এপ্রিল গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কণা। এর মাধ্যমে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় তাদের। ছয় বছর এক ছাদের নিচে বসবাসের পর ছেদ পড়লো সে সম্পর্কে।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর