মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শত্রুর দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, কাকে বললেন প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

শত্রুর দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, কাকে বললেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে বেশ সরব। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। কখনও তাতে ক্ষোভ স্পষ্ট হয়। আবার কখনও ভালোবাসা। তবে এবার যেন পাওয়া গেল মহানুভবতার ছাপ।

নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রভা। লিখেছেন, ‘শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কি করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনটাই আমার নাই।’


বিজ্ঞাপন


তবে কাকে নিয়ে অভিনেত্রীর এমন পোস্ট তা জানাননি। তবে এটা স্পষ্ট যে, প্রভা বোঝাতে চেয়েছেন অপছন্দের কারও দুঃখের দিনেও আনন্দ করা উচিত না। নারী হয়ে নারীকে অসম্মানও তার স্বভাব বিরুদ্ধ।

অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট গড়ে তুলেছেন। জানা গেছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’থেকে। ‘মেকআপ বাই প্রভা’ নামে ইনস্টাগ্রাম তার একটি অ্যাকাউন্টও রয়েছে। সেখানেও নিজের কাজের ভিডিও রয়েছে অভিনেত্রীর। নিজেকে ওই অ্যাকাউন্টে ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন প্রভা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর