রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভেঙেই গেল কেটি পেরির সংসার! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০২:০১ পিএম

শেয়ার করুন:

ভেঙেই গেল কেটি পেরির সংসার! 

ভেঙে গেছে মার্কিন গায়িকা কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের সম্পর্ক। বিষয়টি দুই তারকার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ইউএস উইকলি।

ইউএস উইকলির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টেনেছেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ‘কেটি ও অরল্যান্ডো এখন আলাদা, তবে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণভাবেই শেষ হয়েছে।’


বিজ্ঞাপন


2d6b559ef8e4-gettyimages-2148590041.jpg

এদিকে বিচ্ছেদ নিয়ে এখনও মুখ খোলেননি কেটি পেরি ও ব্লুম। তবে সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই তাদের মধ্যে টানাপোড়েন চলছিল এবং এই বিচ্ছেদ আসলে সময়ের ব্যাপার ছিল। কেটি বর্তমানে তার ট্যুরে ব্যস্ত সময় কাটিয়ে বিষয়টি ভুলে থাকার চেষ্টা করছেন। জানা গেছে, কেটি ট্যুরে থাকায় তাঁরা দুই তারকা অনেক দিন ধরেই আলাদা থাকছেন।

কেটি-ব্লুমের প্রথম দেখা হয় গোল্ডেন গ্লোবসের পার্টিতে। সে ২০১৬ সালের ঘটনা। সম্পর্কের শুরু সেখান থেকে। ২০১৯ সালে বাগদান হয় তাদের। পরের বছরই ঘরে আসে তাদের কন্যা ডেইজি। সে খবর দুজনেই জানিয়েছিলেন ইনস্টাগ্রামে। এর পাঁচ পরই বেজে উঠল ভাঙনের সুর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর