সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক ঘণ্টার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন কপিল শর্মা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

এক ঘণ্টার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন কপিল শর্মা?

বর্তমান সময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় কৌতুল অভিনেতা কপিল শর্ম। হস্যরস আর মনমুগ্ধকর উপস্থাপনা দর্শকদের মনে জায়গা করেছেন নিয়েছেন। সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচার হচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর তৃতীয় সিজন।

এর আগে ভারতীয় টেলিভিশন সনি এন্টারটেইনমেন্টে দীর্ঘ আট বছর সম্প্রচারিত হয়েছিল ‘কপিল শর্মা শো’ । অনুষ্ঠান দেখা যায় বলিউড তারকাদের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়। তবে নেটফিক্সে এক ঘণ্টার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন কৌতুক অভিনেতা জানেন? কপিল শর্মার পারিশ্রমিক হিসেবে এক পর্বের জন্য জন্য নেটফিক্সকে গুনতে হচ্ছে ৫ কোটি রুপি। 

kapil_s

গত ২১ জুন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’ তৃতীয় সিজন শুরু হয়েছে। এই শো-এর নয়া সিজনের প্রথম পর্বে দেখা গেছে বলিউড ভাইজান সালমান খানকে। ইতোমধ্যে এপিসোডটি সুপারহিটের তকমা পেয়েছে।    

বলে রাখা ভালো, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’ তে অভিনয় করছেন সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা। এছাড়া আগের পর্বের মতোই দেখা যাচ্ছে অর্চনা পূরণ সিংকে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর