পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে সিনেমা করে ভালোই বিপাকে পড়েছেন ভারতীয় গায়ক দিলজিৎ। তার কনসার্ট নিষিদ্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন নামে দেশটির একটি সংগঠন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের তরফে মোট পাঁচ দফা দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে,
বিজ্ঞাপন
১. ভারতের সোশাল মিডিয়া থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
২. ইউটিউব, স্পটিফাই, জিওশাভান-সহ সমস্ত ভারতীয় ওটিটি থেকে তার গান এবং ছবি মুছে দিতে হবে।
৩. ভারতে তার লাইভ কনসার্টকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৪. সরকারি কোনো অনুষ্ঠান কিংবা কর্মসূচি থেকে তাকে বাদ দিতে হবে।
৫. ‘সর্দারজি ৩’ ছবি তৈরির আর্থিক উৎসের তদন্ত করতে হবে।
পহেলগাঁও কাণ্ডের পর সামাজিক মাধ্যমে নিষিদ্ধ করা হয় পাকিস্তানের শিল্পীদের। বলিউডের সিনেমাগুলোর পোস্টার থেকেও বাদ দেওয়া হয় তাদের মুখ। ‘সর্দারজি ৩’ নামের একটি সিনেমায় দিলজিতের সঙ্গে জুটি বেঁধেছেন হানিয়া। তাকেও বাদ দেওয়ার দাবি তোলা হয়।
কিন্তু বেশ কিছুদিন আগে ছবির কাজ শেষ হওয়ায় বাদ দেওয়া সম্ভব হয়নি। হানিয়া থাকার কারণে ভারতে মুক্তি পাচ্ছে না ‘সর্দারজি ৩’। তবুও দিলজিতের ওপর ক্ষোভ মেটেনি অনেকের। নিষিদ্ধের দাবি যেন তারই প্রতিফলন।

