ইডেন কলেজের ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাইনুল আহসান নোবেলকে গতকাল মঙ্গলবার জামিন দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সংগীতশিল্পী গ্রেফতার থাকাকালীন সময় অভিযোগকারী ইডেন কলেজের ছাত্রীর সঙ্গে বিয়ের নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ জুন কাশিমপুর কারাগারে ইডেনের সেই ছাত্রী ও নোবেলের বিয়ে অনুষ্ঠিত হয়। এরপর নোবেলের স্ত্রীর সম্মতিতে জামিন মুক্তি পান তিনি। এবার নোবেলকে নিয়ে মুখ খুললেন তার প্রাক্তান স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন নোবেলের সঙ্গে তার এখনও বিচ্ছেদ হয়নি।

আজ বুধবার (২৫ জুন) সামাজিক মাধ্যমে একটি পোস্ট তিনি লিখেছেন, ‘এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা।’
নোবেলের প্রাক্তন স্ত্রীর ওই পোস্টে দেখে দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত নেটিজেনরা। নেটাগরিকরা মনে করছেন, তিনি নোবেলকে নিয়ে বলেছেন, কেননা নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এছাড়াও তিনি যখন দেশের বাইরে ছিলেন তখনই নোবেলের বিয়ের বিষয়ে আদালতের নির্দেশনা শোনেন।

এর আগে নোবেলকে গ্রেফতারের পর নিজের ফেসবুকে নোবেলের প্রাক্তন স্ত্রী এক পোস্টে জানিয়েছিলেন তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি। আমি কারও বিরুদ্ধে কোনো প্রকারের মামলা দায়ের করিনি।’
ইএইচ/

