বিনোদন অঙ্গনে আবারও শোকের ছায়া। আত্মহত্যা করেছেন মারাঠি অভিনেতা ও পরিচালক তুষার ঘাডিগাঁওকর। গত ২০ জুন শুক্রবার মুম্বাইয়ের গোরেগাঁও ওয়েস্ট এলাকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও অভিনেতা অঙ্কুর ওয়াদভে।
নির্মাতার মৃত্যু খবরটি জানিয়ে অঙ্কুর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘কেন বন্ধু? কী কারণে? কাজ তো আসবে-যাবে! আমাদের একটা রাস্তা খুঁজে বের করতেই হতো, কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয়!’

তিনি আরও লেখেন, ‘হ্যাঁ, বর্তমান পরিস্থিতি কঠিন। তবে এভাবে সবশেষ করা চলবে না। তোমার সঙ্গে আমরাও অমূল্য কিছু হারালাম।’ অঙ্কুর বন্ধু জানিয়েছেন দীর্ঘদিন কাজ না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তুষারের।
তুষার ঘাডিগাঁওকর মারাঠি থিয়েটার, টেলিভিশন ও সিনেমার জগতের পরিচিত মুখ। ‘তুমচি মুলগি কিয়া কার্তে’ ধারাবাহিকে অভিনয় দিয়ে তারকা খ্যাতি পান। ধারাবাহিকটি পরিচালনা করেন ভিমরাও মুডে। এতে তার সহ-অভিনেতা ছিলেন মাধুরা ভেলনকর-সাতম, হরিশ দুধাদে, চিন্ময় মাণ্ডলেকর ও আশীষ কুলকর্ণি প্রমুখ।

অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন,‘ক্লোভি মিরচি’,‘বাহুবলী’, ‘উনাড’, ‘জম্বিভলি’, ‘হে মন বাওরে’-এর মতো জনপ্রিয় সব সিনেমা। নিজের প্রযোজনার সংস্থার ‘ঘন্টানাদ প্রোডাকশন্স’ব্যানেরও ছবি পরিচালনা করেছেন তুষার।
২০২২ সালে সিদ্ধির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারাঠি চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক তুষার।
ইএইচ/

