দেরিতে হলেও ঈদের সিনেমার তালিকায় নিজের অবস্থান পোক্ত করে নিয়েছে ‘এশা মার্ডার’। তৃতীয় সপ্তাহ এসেও সিনেমা হলে দাপট দেখাচ্ছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
বাঁধনের টানে নারায়ণগঞ্জ থেকে এক ভক্ত নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন ‘এশা মার্ডার’। অভিনেত্রীকে সামনে পেয়ে জানান তার ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি ৫৫ বার দেখেছেন তিনি। বাঁধনের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিওতে ওই যুবককে কথাগুলো বলতে শোনা যায়।
ওই যুবক বলেন, ‘‘বাঁধন আপু, আমি আপনার বড় একজন ভক্ত। আমি ‘রেহানা মরিয়ম নূর’ ৫৫বার দেখেছি। আপনার সাথে দেখা করতে ও ছবিটা (এশা মার্ডার) দেখতে নারায়ণগঞ্জ থেকে এসেছি। কারণ নারায়ণগঞ্জে এশা মার্ডার এখনও আসেনি। ‘রেহানা মরিয়ম নূর’–এর জন্য যদি জাতীয় পুরস্কার না পেতেন তবে সিদ্ধান্ত নিয়েছিলাম অনশনে যাব।’’
ভক্তের মুখে এরকম প্রশংসা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন বাঁধন। এ সময় ওই যুবক বাঁধনের বলিউড সিনেমা খুফিয়ারও প্রশংসা করেন।

‘এশা মার্ডার’ নির্মাণ করেছেন সানি সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।

