সংবিধিবদ্ধ সতর্কীকরণ– পরিবার ছাড়া দেখা নিষেধ; এমন স্লোগানে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘উৎসব’ সিনেমা। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক তারকা। এই ছবিতে খাইস্টা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় দিয়ে দর্শকের নজর কড়েছেন অভিনেতা জাহিদ হাসান।
ঈদের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জাহিদ হাসান। সে কারণে হলে বসে নিজের কাজ দেখার সুযোগ হয়নি। গতকাল বুধবার ছবির সদস্যদের সঙ্গে দর্শকসারিতে বসে ছবি উপভোগ করেন অভিনেতা। সিনেমা প্রদর্শনের আগে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। এ সময় আজকের (বুধবার) দিনকে ঈদের দিন হিসেবে উল্লেখ করেন।

অভিনেতার কথায়, “আজকে (বুধবার) আমার ঈদ, কারণ ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম। হসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলাম। এরইমধ্যে ছবি রিলিজ হচ্ছে। সাংবাদিকদের প্রশংসা করেন অভিনেতা আরও বলেন, ‘আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা ভালো ভালো মন্তব্য করছেন। মানুষদের ছবিটি দেখানোর চেষ্টা করেছেন।’ কিন্তু আমি আসতে পারছিলাম না। আমার সহযোদ্ধারা, ভাই-ব্রাদার ও পরিবার প্রতিনিয়ত ফাইট করেছে, উৎসাহ দিয়েছে আমি অসুস্থ তাই। মনে শান্তি পাচ্ছিলাম কিন্তু শারীরিকভাবে শান্তি পাচ্ছিলাম না। এ সময় আপনারা পাশে দাঁড়িয়েছেন।”
বক্তব্যের এক পর্যায়ে কথার ইতি টানতে চাইলে উপস্থিত সবাই বলে ওঠেন আজকে আপনার দিন। আপনি আরও কিছু বলেন। এমন কথা শুনে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন জাহিদ হাসান। তিনি বলেন, ‘কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়। কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায়। এইটা অ্যাক্টিং না, সত্যি জিনিস। আমি আমার এই ক্যারিয়ারে কয়েকটা ছবি করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। কিন্তু এইভাবে কোনো ছবি আমার জীবেন আসেনি। এত ক্যামেরা এভাবে আমার জীবনে কখনও আসেনি। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া।’

বলে রাখা ভালো, ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
ইএইচ/

