সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভেঙে ফেলা হচ্ছে মুনমুনের হাতের আকৃতির ভাস্কর্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

ভেঙে ফেলা হচ্ছে মুনমুনের হাতের আকৃতির ভাস্কর্য

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরাল ভেঙে ফেলা হচ্ছে। যেটি স্থাপনা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবন এবং পুরাতন কলা ভবনের মাঝামাঝি পুকুরের অংশে। সামাজিক মাধ্যমে ম্যুরাল ভেঙে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন মুনমুন আহমেদ। 

ম্যুরালটি একজন নারীর দুই হাত সংযুক্ত করে করে অঞ্জলি দিচ্ছে; সেই ভাবনা বহন করত। ম্যুরালটি অঞ্জলি লহ মোর নামে পরিচিত। যেটি দেশের খ্যাতনাম নৃত্যশিল্পী, শিক্ষক, অভিনেত্রী মুনমুন আহমেদের হাতের ছবি থেকে করা। এটি তৈরি করেছিলেন ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল। 

508462464_10240091115762298_2804214087487794313_n

মঙ্গলবার (১৭ জুন) সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মুনমুম আহমেদ। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অঞ্জলি লহ মোর। নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরাল। যেটি আমার হাতের ছবি থেকে করা হয়েছিল। এটি ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল করেছিলেন। খুবই দুঃখজনক এই মুহূর্তে সেটি ভেঙে ফেলা হচ্ছে।’

এরপরই আরও একটা পোস্ট শেয়ার করেন। যেখানে নিজের ছবির সাথে ভাঙা অংশের ছবি ভাগ করে নিয়েছেন। ওই পোস্ট তিনি লিখেছেন,‘দয়া করে তাদেরকে কেউ থামান।’

506467434_10240091015559793_582597166800023256_n

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে অনেক আগেই ডিনবৃন্দ ও সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল। এটা সম্ভবত সেই সিদ্ধান্তের কারণেই হচ্ছে। তখন তো অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড হয়েছিল, কেউ কেউ ভাস্কর্যটি নিয়ে তীব্রভাবে আপত্তি জানিয়েছিল।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের পুকুরগুলোর সৌন্দর্য বৃদ্ধিতে চার কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু হয়েছে। ৫ আগস্টের পর বিভিন্ন মহল এবং নতুন প্রশাসনের আপত্তিতে এটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর