রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুসরাত ফারিয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

নুসরাত ফারিয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট 

গেল ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে। ২০ মে কারামুক্ত হন অভিনেত্রী। এরপর থেকে অনেকটা নিজের মতো করেই আছেন। সংবাদমাধ্যমের সঙ্গেও বলছেন না কথা। তবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাঝে মাঝেই মেলে ধরছেন হাস্যোজ্জল ছবি। 

এদিকে আজ ১৮ জুন নুসরাতের গ্রেফতারের ১ মাস। দিনটিতে নিজের ফসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে নিজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।


বিজ্ঞাপন


digonoর_(75)

ছবিগুলোর কোনোটাতে দেখা গেছে হাস্যোজ্জ্বল ফারিয়াকে। আবার কোথাও মাইক্রোফোনের সামনে। কোনোটায় ঠোঁটে মেখে রেখেছেন মিটিমিটি হাসি। ক্যাপশনে বেশি কথা খরচ করেননি। শুধু লিখেছেন, ১ মাস পর...

এর বাইরে কোনো শব্দ খরচ না করলেও বোঝা যায় নিজের গ্রেফতারের এক মাস পূর্তির কথাই মনে করিয়ে দিলেন। মন্তব্যের ঘরে নেটিজনেরা নায়িকার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন। কেউ কেউ লিখেছেন, চমৎকার লাগছে। অনেকে জানিয়েছেন শুভকামনা। 

digonoর_(74)


বিজ্ঞাপন


নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘জ্বীন ৩’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর