শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

‘মুজিব’ সিনেমায় শুভ ভালো অভিনয় করেছিল: বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১২:২১ পিএম

শেয়ার করুন:

‘মুজিব’ সিনেমায় শুভ ভালো অভিনয় করেছিল: বাঁধন

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে এক হয়েছিল গোটা দেশ। বিনোদন অঙ্গনও ছিল সেই মিছিলে। ছাত্র-ছাত্রীদের হয়ে সামাজিক মাধ্যমে ও রাজপথে গলা চড়িয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শেখ হাসিনা সরকার পতনের পর চেয়েছিলেন ‘মুজিব’সিনেমার খরচের হিসাব। এবার তারই মুখে ঝড়ে পড়ল ‘মুজিব’সিনেমার প্রশংসা

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘উৎসব’ ‘ইনসাফ’ ও ‘নীলচক্র’ দেখেছি। ‘উৎসব’ ভীষণ ভালো লাগেছে। ‘নীলচক্র’তে শুভ দারুণ অভিনয় করেছে। বরাবরই সে দারুণ অভিনয় করে। ‘মুজিব’ সিনেমাতেও শুভ খুব ভালো অভিনয় করেছিল। যদিও সিনেমাটির বাজেট নিয়ে বিতর্ক আছে। একশ কোটির সিনেমা বলা হলেও আদৌ সে বাজেটে নির্মাণ হয়নি বলেই আমি মনে করি।


বিজ্ঞাপন


ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত ‘এশা মার্ডার’। নিজের সিনেমা নিয়ে বলেন, আমাদের সিনেমাটি বেশি স্ক্রিনে মুক্তি পায়নি। তাই একসঙ্গে অনেক দর্শক দেখার সুযোগ কম। এরমধ্যে ঈদের দিন দর্শক কম দেখে বাসায় ফিরে কেঁদেছি। তবে এখন অনেকটা ভালো লাগছে। দিন দিন আমাদের সিনেমার দর্শক বাড়ছে। অনেক দর্শক সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমেও সিনেমাটির ভালো রিভিউ পাচ্ছি।

‘এশা মার্ডার’ নির্মাণ করেছেন ‘এশা মার্ডার’ নির্মাণ করেছেন সানি সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর