সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঋষভ শেঠির শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

ঋষভ শেঠির ছবির শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা

দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠির ‘কান্তারা: চ্যাপ্টার ১’ছবির শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা। কর্ণাটকের মণি জলাধারে ছবির শুটিং চলাকালীন হঠাৎ উল্টে যায় শুটিং ইউনিটের একটি নৌকা। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া নৌকাতে ছিলেন ঋষভসহ আরও ত্রিশ জন ক্রু সদস্য। তবে কেউ গুরুতর আহত হয়নি। জলধারের মাঝখানে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। শুটিং চলাকালীনই হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। শুটিং টিমের সদস্যরা জানিয়েছেন, নৌকার ওপর অতিরিক্ত ভার হওয়ায় নৌকাটি উল্টে যায়। 

1676271250_kabtara

নৌকা ডুবির ঘটনায় শুটিং ইউনিটের বেশ কিছু দামী ক্যামেরা, গিয়ার ও শুটিংয়ের জিনিসপত্র পানিতে তলিয়ে গেছে। যার ফলে বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্বারের জন্য ঘটনাস্থলে ছুটে যান থীর্থহল্লি থানার পুলিশ। 

বলে রাখা ভালো, ২০২২ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘কান্তারা’-এর সিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ছবির প্রথম কিস্তি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় ছবিটি। ছবিটির প্রথম অংশ কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম ও বাংলা। এবার একাধিক ভাষায় মুক্তি পাবে‘কান্তারা’ ছবির সিক্যুয়েল। ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ছবির চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয় করছেন ঋষভ শেঠি। 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর