স্বামী সংসার নিয়ে যুক্তরাষ্ট্রে থিতু হলেও ভারতের সঙ্গে যোগসূত্র রয়ে গেছে প্রিয়াঙ্কা চোপড়ার। কেননা তার আত্মীয়স্বজনদের অনেকের বাস ভারতে। এবার সেখানেই অঘটন। মারা গেছেন পিগি চপসের ফুফুর স্বামী রমন হান্দা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন দেশি গার্ল। লিখেছেন, “তুমি সব সময়ে আমাদের মনে থেকে যাবে। এ বার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।”
বিজ্ঞাপন
‘বিগবস্ ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমন হান্দা। আজ সোমবার মুম্বইয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। সোমবার মানারার পরিবারের পক্ষ থেকে একটি পোস্টের মাধ্যমে রমন হান্দার মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
ওই পোস্টে লেখা হয়, “গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন তিনি।”
এদিকে শোকার্ত স্বজনদের পাশে দাঁড়াতে প্রিয়াঙ্কা আসবেন কি না ন্তা নিশ্চিত না। জানা গেছে, আগামী বুধবার মুম্বইয়ে দুপুর একটায় রমন হান্দার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

