গেল ২৩ মে ৫৪ বছর বয়সে মৃত্যু হয় ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেবের। তবে সেসময় তার মৃত্যুর কারণ ছিল অজানা। এবার এ অভিনেতার মৃত্যুর কারণ জানালেন তার ভাই অভিনেতা রাহুল দেব।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, তিনি বলেন, “চিকিৎসার দিক থেকে দেখতে গেলে, খাওয়াদাওয়ার অভ্যাস ঠিক না হলেই এমন পরিণতি হয়ে থাকে। শেষ চার-পাঁচ দিনে ও পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিল।”
বিজ্ঞাপন
তবে কি অবসাদে ভুগছিলেন অভিনেতা। এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, মুকুলের মৃত্যু নিয়ে নানা লোকে নানা মন্তব্য করেছেন। কিন্তু জীবিত অবস্থায় তারা কোনো যোগাযোগ রাখতেন না। যারা এখন কথা বলছেন, তারা কোনো যোগাযোগই রাখেননি। ওরা বলছেন, মুকুল নাকি সুস্থ ছিল না। কিন্তু ও হাফ ম্যারাথন দৌড়েও অংশ নিয়েছিল। ওর ওজন বেড়েছিল ঠিকই। নিজের খেয়াল রাখা বন্ধ করলে, তার ছাপ তো শরীরে পড়েই।”

বলিউড সূত্রের খবর, বাবা-মায়ের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। ঘর হতে বের হতে কিংবা কারও সঙ্গে সাক্ষাৎ করেতও দেখা যেত না তাকে। শেষের দিকে স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয় অভিনেতাকে। রাখা হয় আইসিইউতে। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে মারা যান তিনি।
মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। টলিউড সুপারস্টার জিতের আওয়ারা সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

