প্রথম সন্তান রাহার বয়স আড়াই বছর প্রায়। এরইমধ্যে দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেছেন রণলিয়া দম্পতি। এবার গুঞ্জন ফের সন্তানের মা হতে চলেছেন আলিয়া ভাট। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল রোববার (১৫ জুন) পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। ভিডিওতে মুম্বাইয়ের বান্দ্রায় একটি ক্লিনিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। আলিয়ার পরনে ছিল ছিল ঢিলেঢালা প্যান্ট ও তার সঙ্গে ঢিলেঢালা সোয়েট শার্ট। মাথায় টুপি। অভিনেত্রীকে এভাবে দেখে অনুরাগীদের অনুমান, দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী।

এদিক গত কয়েকদিন ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে। এর আগে গত মাসে কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ‘বেবিবাম্প’ স্পষ্ট হওয়ার দাবি তুলেছিলেন নেটিজেনরা। এরইমধ্যে অভিনেত্রীকে ক্লিনিক থেকে বের হতে দেখে মা হওয়ার খবরে সিলমোহর দিলেন বলে মনে করছেন অনুরাগীরা। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেননি।
বলে রাখা ভালো, ২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া। ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছিলেন তারকা জুটি। সেই বছরই মা-বাবা হওয়ার সুখবর দেন তারকা জুটি। ২০২২ সালের নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহা কপুরের।
ইএইচ/

