বলিউডের ব্যাডবয় হিসেবে পরিচিত সঞ্জয় দত্ত। তার ব্যক্তিগত জীবনও সিনেমার মতো। অসংখ্য নারীর হৃদয়ে যেমন দোলা দিয়েছেন তেমনই নিজের হৃদয়েও ঠাই দিয়েছেন অসংখ্য সুন্দরীকে। একবার তো একইসঙ্গে তিন নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন। এক ইংরেজি গণমাধ্যমের কাছে নিজেই মুখ খুলেছেন সঞ্জয়।
একইসঙ্গে তিন নায়িকার সঙ্গে সম্পর্ক নিয়ে সঞ্জয়ের স্বীকারোক্তি, “মানুষের ভালোবাসা পেতে তো ভালোই লাগে! বিশেষ করে যদি সেটা নারীদের থেকে আসে।”

কীভাবে একসঙ্গে তিনজনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন? জবাবে অভিনেতা বলেন, “তোমাকে চালাক হতে হবে, বুদ্ধি ভাল ছিল বলেই পেরেছি। একজন যাতে অন্যজনের সম্পর্কে বিন্দুমাত্র না জানতে পারে সেটা সবসময় মাথায় রাখতে হবে।”
একাধিক প্রেমের মতো একাধিকবার ছাদনাতলায় গেছেন সঞ্জয়। প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে। মাথায় টিউমারে স্ত্রী রিচার মৃত্যুর পর তার জীবনে আসেন মডেল রিয়া পিল্লাই। তার সঙ্গে অবশ্য খুব বেশি দিন সংসার করা হয়নি। দু’জনের বিচ্ছেদ হয়। এরপর ২০০৮ সালে জীবনে আসেন মান্যতা।

