রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় মার্কিন গায়ক ও ‘বিচ বয়েজে’র ব্রায়ান উইলসন। গতকাল বুধবার (১১ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ব্রায়ানের মৃত্যু খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। 

‘গুড ভাইব্রেশনস’ ও ‘গড অনলি নোজ’-এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন ব্রায়ান। মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য জনিত একাধিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে ডিমেনশিয়ার রোগী তিনি। 

Brian-Wilson-The-Beach-Boys-Old-2023-Far-Out-Magazine-1140x855

মার্কিন এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর জানিয়ে পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে গায়কের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ওই বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘এই মুহূর্তে আমরা কথা বলার ভাষা হারিয়েছি। এটুকু বলতে পারি নিজেদের মানসিক যন্ত্রণাটা পুরো বিশ্বের সঙ্গে ভাগ করে নিচ্ছি।’

২০২৪ সালে স্ত্রী মেলিন্ডা উইলসনের মৃত্যুর পর নিজের শরীরের যত্ন নিতে পারতেন না। ‘দ্য বিচ বয়েজ’-এর সহ প্রতিষ্ঠতা ব্রায়ান উইলসনের প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় স্ত্রী মেলিন্ডার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। মেলিন্ডার মৃত্যুর পর সন্তানদের নিয়েই ছিলেন। কিন্তু, নিজের যত্ন না নেওয়ার কারণে ব্রায়ানকে সংশোধনাগারে রাখা হয়েছিল। 

Screenshot_2025-06-12_142557

তিন ভাই মিলে ‘দ্য বিচ বয়েজ’ ব্যান্ডের যাত্রা শুরু করেন। তিন ভাইয়ের মধ্যে তিনিই একমাত্র বেঁচে ছিলেন। ব্রায়ান বেস, কার্ল লিড গিটার এবং ডেনিস ড্রাম বাজাতেন। ১৯৬০ সালে ক্যালিফোর্নিয়ার স্থানীয় ব্যান্ড থেকে বিচ বয়েজের জন্ম। যা পরে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। প্রতিভার জেরে জাতীয় স্তরের ‘হিট মেকার’- এর তকমা পান। এরপর সার্ফ অ্যান্ড সানের আন্তর্জাতিক দূত (অ্যাম্বাসডার) হয়ে ওঠেন।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর