বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

দর্শকের ভালোবাসায় সিক্ত ‘চাঁদের হাট ২’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

৩ মিলিয়ন ছাড়াল ‘চাঁদের হাট ২’

গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের হাট’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কিছুদিন। এটি দেখা হয়েছে প্রায় ২ কোটি বার। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’। নাটকটি মুক্তির তৃতীয় দিন পর্যন্ত ৩১ লাখ ২৮ হাজারের বেশিবার দেখা হয়েছে।

গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে গল্পটি এগিয়েছে। হাস্যরসের মোড়কে শিক্ষণীয় বার্তা রয়েছে নাটকে। এবারও চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর পূর্ণিমার চরিত্রে দেখা গেছে কেয়া পায়েলকে। ‘চাঁদের হাট ২’ রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। এর আগে ‘চাঁদের হাট’ লিখেছিলেন তিনি।   

d6dc571c77e1040f415caf6227a94e47

চাঁদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু ও পূর্ণিমার মামার ভূমিকায় ফিরছেন ডা. এজাজুল ইসলাম। এতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে। 

‘চাঁদের হাট ২’ ইউটিউবে প্রকাশের পর প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল সেরা জুটি।’ একজন লিখেছেন, ‘নাটকের শেষ অংশ মনে দাগ কেটে নিয়েছে। ধন্যবাদ পুরো টিমকে।’ অন্য একজন লিখেছেন, ‘নাটকটি শেষ পর্যন্ত দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি।’
 
ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর