সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

মারা গেলেন অভিনেত্রী তানিন সুবহা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

মারা গেলেন অভিনেত্রী তানিন সুবহা

এক সপ্তাহের বেশি লাইফ সাপোর্টে থাকার পর সব চেষ্টা ব্যর্থ করে মারা গেছেন তানিন সুবহা। দিন দুয়েক আগে তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। তবে স্বামীর সিদ্ধান্ত না আসায় খোলা হয়নি লাইফ সাপোর্ট। গতকাল মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

এর আগে গত রোববার ৮ জুন অভিনেত্রী মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। 

ঢালিউড চলচ্চিত্র অভিনেতা ওমর সানি এক পোস্টে লিখেছেন, ‘আমার গ্রামের মেয়ে। কোনো সমস্যা হলেই রাতে ফোন দিতি। আর ফোন আসবে না। আল্লাহ তোকে জান্নাত নসিব করুন।’ 

image-232251

গত সোমবার (২ জুন) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন। ওইদিন সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।


বিজ্ঞাপন


এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন চিত্রনায়িকা। 

দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। নাটক দিয়ে যার অভিনয়জীবন শুরু। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর