সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

ছেলেসহ শাকিব-অপুর ভিডিও ভাইরাল, মুখ খুললেন বুবলী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

ছেলেসহ শাকিব-অপুর ভিডিও ভাইরাল, মুখ খুললেন বুবলী 

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অপু বিশ্বাস ও শাকিব খানের একটি ভিডিও। সেখানে দেখা গেছে শাকিব খান, তার সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন। পেছনে ওঠেন অপু বিশ্বাস। ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ। পাশ থেকে ভক্তরা ভিডিও করলেও দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে দেখা যায়।

ভাইরাল হতেই শাকিব ভক্তদের মাঝে শুরু হয়েছে ফিসফাস। তবে কি ফের এক হচ্ছেন শাকিব-অপু? প্রশ্ন উঁকি দিচ্ছে তাদের মাথায়। ঠিক তখন সামাজিক মাধ্যমে সরব শাকিবের দ্বিতীয় সন্তানের মা অভিনেত্রী শবনম বুবলী।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার নিজের ফেসবুকে শাকিব ও বীরের সঙ্গে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারও চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে । বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন , সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না ।

এরপর লেখেন, সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।

সবশেষে বুবলী লেখেন, কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদেও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।

এদিকে পোস্টে বুবলী কারও নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা যাচ্ছে শাকিব-অপুর একসঙ্গে ঘোরাফেরা নিয়েই সরব হয়েছেন তিনি। আকারে ইঙ্গিতে বিষয়টিকে অপুর কারাসাজি বলতে চাইছেন তিনি। 


বিজ্ঞাপন


এদিকে সামাজিক মাধ্যম যখন অপু-বুবলীতে সরগরম তখন সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছেন শাকিব। রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডবে’ শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূর। আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর