গেল রোজার ঈদের সিনেমাগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। পাঁচ সিনেমার চারটিই দর্শকপ্রিয়তা অর্জন করে। মুক্তির দুই মাস পর রোজার ঈদের ছবিগুলো ফের আলোচনায়।
সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে ‘বরবাদ’, ‘দাগি, ‘জংলি’, ‘চক্কর’। সিনেমা হলে যাদের যাওয়া হয়ে ওঠেনি তারা ওটিটি মাধ্যমে ছবিগুলো দেখছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো নিয়ে নতুন এই দর্শকগোষ্ঠীই জমিয়েছেন আলোচনায়।
বিজ্ঞাপন
ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে চোখ রেখে দেখা যায়, ছবিগুলো নিয়ে নেতিবাচক প্রচারণা নেই বললেই চলে। অধিকাংশই ক্ষেত্রেই প্রশংসার ফুলঝুরি দর্শকদের। ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর’ সবগুলোর ভাগেই জুটেছে এ প্রশংসা।
এতে আপ্লুত পরিচালক শরাফ আহমেদ জীবন। কেননা ‘চক্কর’ প্রশংসা কুড়ালেও সিনেমা হলে শো কম পেয়েছিল। ফলে আশানুরূপ দর্শক পায়নি। ওটিটি মাধ্যমে ছবিটির দর্শকপ্রিয়তায় সে হতাশা কাটিয়ে তুলেছেন জীবন।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, সিনেমা হলে ‘চক্কর’ নিয়ে আমার কিঞ্চিৎ হতাশাই কাজ করছিল। তারপরও মেনে নিয়েছিলাম। প্রথম সিনেমা। ইন্ডাস্ট্রিতে নতুন। অনেক হিসেব-নিকেশ। একটা শিক্ষা তো হয়েছে! সেটাই কম কিসে!
এরপর লেখেন, কিন্তু চরকি সেই কিঞ্চিৎ হতাশাকে শতভাগ আশায় পরিণত করে চলেছে। এ এক অবিশ্বাস্য রেসপন্স! প্রতিদিন মানুষের এত এত শ্রুতি বাক্য! এত ভালো লাগা! এত ভালোবাসা! সত্যি আমি এর যোগ্য না!
বিজ্ঞাপন
জীবনের কথায়, তবে কেউ কেউ আফসোসও করছেন! কেন তারা হলে গিয়ে ছবিটি দেখেন নাই! কেউ কেউ আমাকেও দোষারপ করছেন কেন আরও বেশি হলে, বেশি দিনহলে চালাতে পারি নাই! কেন তাদের কাছে পর্যন্ত আমরা ছবিটি নিয়ে পৌছাতে পারি নাই!
অন্যদিকে শিহাব শাহীনও নিজের ফেসবুকে দাগি নিয়ে নেটিজেনদের রিভিউ ভাগ করে নিচ্ছেন। ছবিটি ওটিটিতে মুক্তির দিন নির্মাতা দাগির একটি সংলাপ নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন।
এছাড়া ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ এবং সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা নিয়েও সামাজিক মাধ্যমে সমানতালের প্রশংসা চলছে।