সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

এখনও হাসপাতালে জাহিদ হাসান, জানালেন শারীরিক অবস্থা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

এখনও হাসপাতালে জাহিদ হাসান, জানালেন শারীরিক অবস্থা 

ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখনও আছেন চিকিৎসাধীন। এদিকে ভক্তরা মুখিয়ে আছেন প্রিয় তারকার শারীরিক অবস্থা জানতে।

সংবাদমাধ্যমকে জাহিদ হাসান জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে তার। অভিনেতার কথায়, ‘আমি এখনো হাসপাতালে রয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন আরও কিছু দিন থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।


বিজ্ঞাপন


গেল ৬ জুন হঠাৎ অসুস্থ বোধ করেন জাহিদ। এ সময় তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তারপর থেকে হাসপাতালেই আছেন তিনি। 

এবার ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। এতে জাহিদ ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর