বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

এশিয়া জুয়েলস’র ‘অফিসিয়াল ফেস’ হলেন প্রিয়াঙ্কা চৌধুরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১১:২০ এএম

শেয়ার করুন:

এশিয়া জুয়েলস’র ‘অফিসিয়াল ফেস’ হলেন প্রিয়াঙ্কা চৌধুরী

জুয়েলারি প্রতিষ্ঠান ‘এশিয়া জুয়েলস’ সম্প্রতি তাদের নতুন ‘অফিসিয়াল ফেস’ হিসেবে মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী-কে নিয়োগ করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা তাদের এক বছরের পার্টনারশিপের সূচনা করেছে।

এশিয়া জুয়েলস-এর প্রতিষ্ঠাতা ও মালিক তাসনুভা খান এই চুক্তি সম্পর্কে বলেন, ‘প্রিয়াঙ্কা চৌধুরী অত্যন্ত গ্ল্যামারাস এবং আত্মবিশ্বাসী একজন নারী, যিনি আমাদের ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সঙ্গে পুরোপুরি মিলিত। আগামী এক বছর ধরে তিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন এবং আমাদের ব্র্যান্ডের সঙ্গে তার অভিজ্ঞান ও ব্যক্তিগত স্টাইলের সমন্বয় একটি নতুন মাত্রা যোগ করবে।’


বিজ্ঞাপন


xKFNgr9f

চুক্তি স্বাক্ষরের পর প্রিয়াঙ্কা চৌধুরী তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এশিয়া জুয়েলস-এর অফিসিয়াল ফেস হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। এই ব্র্যান্ড নারীর সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ঐতিহ্যকে সম্মান জানায়, যা আমার জীবনের মূলমন্ত্র। তাসনুভা খানকে ধন্যবাদ, আমাকে এই সম্মানজনক দায়িত্ব দেওয়ার জন্য। আমি নতুন এই যাত্রা শুরু করতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত।’

প্রিয়াঙ্কা চৌধুরী শুধুমাত্র একজন মডেল নয়, তিনি একটি গ্ল্যামারাস আইকন। গত এপ্রিলে ‘বর্ষা সুন্দরী সিজন-৪’-এ চ্যাম্পিয়ন হিসেবে তার কৃতিত্ব আরও নতুন দিগন্তে পৌঁছেছে। কাঠমান্ডুর পাঁচতারকা হোটেল ইয়াক্যাং-এ অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ান হন এবং এর মাধ্যমে তার গ্ল্যামারের রাজ্যে আরো একটি পালক যুক্ত হয়।

তবে তার গ্ল্যামার দুনিয়ায় পদার্পণ মাত্র এক প্রতিযোগিতায় জয়ী হওয়ায় সীমাবদ্ধ ছিল না। প্রিয়াঙ্কা বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান, পরে ছোট পর্দায় অভিনয়েও সাফল্য অর্জন করেন। তার আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় উপস্থিতি তাকে দেশের অন্যতম সম্ভাবনাময় মডেল হিসেবে পরিচিতি দিয়েছে।


বিজ্ঞাপন


NsOU8OPY

নতুনদের মধ্যে প্রিয়াঙ্কা চৌধুরী শুধুমাত্র একজন স্টাইল আইকন নন, বরং তিনি নারীদের জন্য একটি অনুপ্রেরণা। তার জীবনধারা, সংগ্রাম এবং অর্জন তাকে প্রমাণিত করেছে যে, গ্ল্যামার শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, এটি একটি ব্যক্তিত্বের চমকপ্রদ প্রকাশ, যা একজন নারীর আত্মবিশ্বাস এবং সংগ্রামের ফলস্বরূপ।

 সংশ্লিষ্টরা মনে করনে, এশিয়া জুয়েলস-এর সাথে তার নতুন সহযোগিতা কেবল একটি ব্যবসায়িক চুক্তি নয়, এটি প্রিয়াঙ্কার গ্ল্যামার, স্টাইল ও আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর