দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেতা কিম জং সক মারা গেছেন। গত সোমবার (৪ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর এক শোক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে তার পরিবার জানান জনপ্রিয় এই অভিনেতা এবং মডেল মারা গেছেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিম জং সকের বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে তার মৃত্যুর খবর জানান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ভাই, তোমার চলে যাওয়ার খবর শুনে আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখনও বিশ্বাস করতে পারছি না যে তোমার হাসিমুখ আর কখনও দেখব না। তুমি আর আমাদের সঙ্গে নেই। কিন্তু জেনে রেখো তুমি ছিলে পৃথিবীর এক অমূল্য উপহার। আমি চিরকাল তোমাকে ভালোবাসব ও মনে রাখব।’
![]()
কিম জং-সক ২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০২২ সালে তিনি জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘স্কিপ ডেইটিং’-এ অংশ নেন। এই অনুষ্ঠানের সুবাদে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেতার মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জং-সকের মৃত্যু হয় ৪ জুন এবং তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৬ জুন, গিয়ংগি প্রদেশে।
ইএইচ/

