রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেমন কাটছে তারকাদের ঈদ (ছবিতে)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

কেমন কাটছে তারকাদের ঈদ (ছবিতে)

ঈদ মানেই আনন্দ। এই আনন্দকে আরও অনেকগুণ বাড়িয়ে দেয় শোবিজ তারকারা। আজ শনিবার (৭ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঈদুল আজহা। দিনটিকে ঘিরে দেশের শোবিজ তারকারা তাদের ভক্তদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কে কি লিখলেন।   

503813597_1261148548711851_7359524728784756329_n


বিজ্ঞাপন


শাকিব খান ঈদের একদিন আগেই সবাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ শনিবার (৭ জুন) সারাদেশের ১৩২ হলে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘তাণ্ডব’। কোন হলগুলোতে মুক্তি পেয়েছে ছবিটি। তার একটি তালিকা প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ! ঈদের দিন থেকে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। এরপরেই ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সবাইকে ঈদ মোবারক। 

Apu_Biswas

এদিকে ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস ঈদের শুভেচ্ছা জানিয়ে সিগনেচার বাই এবি পার্লারের একটি লেখা শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সিগনেচার বাই এবি পার্লারের পক্ষ থেকে ঈদ মোবারক।’ 

ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমায় গুলোর ফাস্ট লুক প্রকাশ করে লিখেছেন, ‘লাইট, ক্যামেরা, কোরবানি। সবাইকে ঈদ মোবারক। এই উৎসবের সময় বাংলা সিনেমা যা দিচ্ছে, তা উপভোগ করতে ভুলবেন না।’ 


বিজ্ঞাপন


চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যেমে লিখেছেন, ‘আল্লাহর দুনিয়ায় সব সুন্দর - বৃক্ষ সুন্দর, পাতা সুন্দর, আলো সুন্দর, বাতাস সুন্দর, নদী সুন্দর, সাগর সুন্দর। খোদার দুনিয়ায় সব চমৎকার! ঈদ মোবারক।’

504969754_1283106553181407_8603461381239370149_n

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও স্ত্রীর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ওই পোস্টে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। তোমার হৃদয় ভরে উঠুক হাসি আর আনন্দে। তোমার ঘর ভরে উঠুক শান্তিতে। তোমার ভালোবাসা আমার কাছে পৃথিবীর সবকিছু—সবসময় পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমার সমস্ত ভালোবাসা তোমার।’

Adhora

মডেল ও অভিনেত্রী অধরা খান প্রবাস থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, ঈদ মোবারক, তোমার হৃদয় হোক হালকা ও আনন্দে পূর্ণ। তোমার হাসি হোক আন্তরিক, আর তোমার দিনটি কাটুক আশীর্বাদে।’

504659671_1248634063292862_9040180316827132830_n

ঢাকাই সিনেমার অভিনেতার নিরব হোসেন পাঞ্জাবি পরা একটি ছবি ভাগ করে নিয়েছে অনুরাগীদের সঙ্গে। ওই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ঈদ মোবারক।’
Screenshot_2025-06-07_125148 মাহি হাসান তার ফেসবুকে পোস্টে সবাইকে ঈদের শুভেচ্ছা জনিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ঈদ মোবারক।  

Screenshot_2025-06-07_125120

গতকাল শুক্রবার (৬ জুন) ছোটপর্দার অভিনেতা শামীম হাসান ও স্ত্রী আফসানা প্রীতির একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চাঁদ রাত, আর্ট এবং আর্টিস্ট’   

494638495_2752892511572787_3498531956640205291_n

ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। মার্কিন মুলুকে বসে অভিনেত্রীর অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে। নিউইয়ার্ক থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্ক থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা’। 

Screenshot_2025-06-07_135629

অভিনেতা ইমনও ভক্তদের সঙ্গে নিজের কিছু ছবি ভাগ করে নিয়েছেন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ঈদ মোবারক। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর