রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছেঁড়া পোশাকে ভ্লগ ভিডিও, কটাক্ষের শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

ছেঁড়া পোশাকে ভ্লগ ভিডিও, কটাক্ষের শিকার অভিনেত্রী

শোবিজ তারকারা জীবনযাত্রার নানা মুহূর্তই সমাজিকমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করেন। যার জন্য অনেক সময় সমালোচনার সম্মুখীন হতে হয়। সাজপোশাক নিয়েও ট্রলের শিকার হন অভিনয় শিল্পীরা। সম্প্রতি ভারতীয় টেলিভিশন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ছেঁড়া পোশাক পরে ভ্লগ ভিডিও করায় সমালোচনার মুখে পড়েছেন।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছেলে হওয়ার পর থেকে অভিনেত্রী প্রতিদিন কোনো না কোনো ভিডিও পোস্ট করেই থাকেন। সকাল থেকে ছেলের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন? কী খাওয়া-দাওয়া করছেন— সবটাই তুলে ধরছেন নিজের ভিডিওতে। 

291398998_496877818908286_316482840769077092_n

ভ্লগ ভিডিও নিয়ে ঘটেছে বিপত্তি। সম্প্রতি নতুন একটি ভিডিওতে দেখা গেছে নায়িকার পোশাক ছেঁড়া। সেই ছবিকে কেন্দ্র করেই শুরু সমালোচনা। ভিডিওর মন্তব্যের ঘরে সমালোচনা করে একজন লিখেছেম, ‘নায়িকা হয়ে ছেঁড়া পোশাক পরেছেন!’ অন্য একজন লিখেছেন, ‘অভিনেত্রীরাও ছেঁড়া পোশাক পরেন!’ 

খোলামেলা পোশাক পরে কটাক্ষের শিকার দিশা

সমালোচকদের নেতিবাচক মন্তব্য চোখ এড়ায়নি অভিনেত্রীর। তিনি কড়া ভাষায় সমালোনার জবাব দিয়েছেন। রূপসা বলেন, ‘অভিনেত্রী হলেও আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। আপনাদের মতোই আমি জীবনধারণ করি। সুতরাং এ ধরনের মন্তব্য করার আগে একটু ভাবুন।’ 

বলে রাখা ভালো, এর আগে নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছিলেন টলিউড অভিনেত্রী মধুবনী। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর