রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাকে বিয়ে করলেন ক্যানসারে আক্রান্ত হিনা খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ১১:৪১ এএম

শেয়ার করুন:

কাকে বিয়ে করলেন ক্যানসারে আক্রান্ত হিনা খান

বলিউড তারকা হিনা খানের ফের কর্কট রোগে আক্রান্ত হওয়ার কথা সবার জানা। এরইমধ্যে চিকিৎসা নেওয়া শুরু করেছেন অভিনেত্রী। নিয়েছেন কেমো থেরাপি। এদিকে ক্যানসারের সঙ্গে লড়াই চলা সত্ত্বেও দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে আইনি বিয়ে সারলেন হিনা খান। 

সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা মুহূর্ত শেয়ার করে সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী। কোনো রকম আগাম খবর ছাড়াই হঠাৎ বিয়ের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন। মন্তব্যের ঘরে নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।  

hin

বিয়ের আয়োজনকে ঘিরে বর- কনে দুইজনেই বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক। মনিষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি পরেছেন হিনা। গাঢ় মেহেন্দি পরা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের এনগেজমেন্ট রিং। হিনার শাড়ির আঁচলে সেলাই করা দুইজনের নাম। জুটির সোহাগমাখা- আদুরে ছবিগুলি দেখে মুগ্ধ নেটিজেনরা।   

সামাজিক মাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন বলিউড নায়িকা।ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে। আমাদের হৃদয় জুড়েছে শেষ জীবনকালের জন্য একটি বন্ধন তৈরি হয়েছে। আমরা একসঙ্গে সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ আইনিভাবে আমাদের প্রেমের মান্যতা পেয়েছে। স্বামী- স্ত্রী হিসেবে আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।’ 

kihktvgh

রকি ও হিনার সম্পর্ক বহু বছরের। রকি পেশায় একজন প্রযোজক ও পরিচালক। অন্যদিকে টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগী কী ২’ ধারাবিকে অভিনয় করেছেন হিনা। এছাড়াও ‘বিগ বস’ ১১ ও ১৪ -তার উপস্থিতি জনপ্রিয় করেছে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর