চলতি বছরের শুরুতেই চুপিসারে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছিলেন। বিয়ের পর বেশ সুখেই আছে বলে জানা যায়। প্রায়ই সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া নিজেদের মধুর মুহূর্তগুলো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে এ তারকা দম্পতিকে তুষারপাতের মাঝে রোমান্টিক সময় কাটাতে দেখা যায়। সাদা বরফের আবরণে ঢাকা এক মনোরম পরিবেশে তাহসান ও রোজা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন।
_20250604_143200842.jpg)
তুষারকণার মাঝে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করছেন। এই বিশেষ মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে ভিডিওর ক্যাপশন। তিনি লিখেছেন, ‘যখন ভালোবাসার মানুষটি আমাকে সারাজীবনের জন্য সঙ্গী হতে বলল।’ এই বাক্যটি তাদের ভালোবাসার প্রস্তাবের মুহূর্তটিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন ভক্তরা।
বলে রাখা ভালো, ২০১৭ সালে অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর মাঝে কেটে গেছে লম্বা সময়। দীর্ঘ ৯ বছর এক থাকার পর দ্বিতীয় বিয়ে করেন জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসান। এদিকে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় বিয়ে করেন মিথিলা।
ইএইচ/

