শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদে রুনা খানের ২ সিরিজ, ১ সিনেমা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

ঈদে রুনা খানের ২ সিরিজ, ১ সিনেমা 

অভিনয়ে দিয়ে দর্শককে সম্মোহিত করার ক্ষমতা যাদের আছে তাদের মধ্যে অন্যতম রুনা খান। পর্দায় চরিত্রকে জীবন্ত করতে জুড়ি নেই তার। নাটক, ওটিটি, সিনেমা সর্বত্রই অভিনয়ের সুবাস ছড়ান। এবার ঈদে ওটিটি মাধ্যম যেন রুনাময়। কেননা তিনটি ওয়েব কনটেন্ট আসছে তার। 

দৃশ্যটি এই পরিমাণ ভাইরাল হবে ভাবিনি: রুনা খান

রুনার মুক্তিপ্রতিক্ষীত কনটেন্টগুলোর একটি হলো ‘বোহেমিয়ান ঘোড়া’। ৫ জুন এটি মুক্তি পাচ্ছে হইচইয়ে। অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে রুনা খান ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।

502619188_10236809843206641_4958610764635485056_n

আইস্ক্রিনে আসছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ এবং সিনেমা ‘নীলপদ্ম’। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। এতে নীলা নামের যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তৌফিক এলাহির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ। ঈদের দিন মুক্তি পাবে সিনেমাটি। 

অন্যদিকে শাহরিয়ার নাজিম জয়ের সিরিজ ‘পাপ কাহিনী’গড়ে উঠেছে স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্পে। তিন পর্বের এই ওয়েব সিরিজে রুনার চরিত্রের নাম রূপা। দুটি ভিন্ন লুকে দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ। ঈদের তৃতীয় দিন থেকে দেখা যাবে সিরিজটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর