বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসির বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারে করে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীদের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তির মুখে পড়েছেন অভিনেতা ও তার পরিবার। শেয়ার বাজারে আরশাদ ও তার স্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) তদন্তে অভিনেতার প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। প্রতারণার কাজে সংশ্লিষ্ট থাকায় অভিনেতার স্ত্রী এবং ভাইকে এক বছরের জন্য শেয়ার বাজারে লেনদেন নিষদ্ধ করা হয়েছে। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীদের প্রায় ৮০ লাখ রুপি ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
![]()
অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ‘সাধনা ব্রডকাস্ট লিমিটেড’—যার নতুন নাম ‘ক্রিস্ট্যাল বিজনেস সিস্টেম লিমিটেড’ এর সাহায্যে শেয়ারের দাম কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা সাধারণত মানুষ আকৃষ্ট করেছিলেন। পুরো ষড়যন্ত্রের পেছনে জড়িত মনীশ মিশ্র। তার (মনীশ মিশ্র) সঙ্গে যোগসাজশ করে আরশাদ ও তার পরিবার শেয়ার বাজারে ‘স্ট্রাকচার্ড ট্রেডিং’ করেছিল বলে দাবি সেবির।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) জানিয়েছে, আরশাদ ওয়ারসির সঙ্গে মনীষ মিশ্রের হোয়াটসঅ্যাপ চ্যাটে শেয়ার বাজার নিয়ে বিভিন্ন কথা বার্তার রেকর্ডা পাওয়া গেছে। আরশাদ ও তার স্ত্রী এবং ভাইয়ের অ্যাকাউন্টে ২৫ লক্ষ টাকা করে ট্রান্সফার করার প্রস্তাব দিয়েছিলেন মনীশ। সেই চ্যাট থেকেই পরিষ্কার হয়েছে, পুরো পরিকল্পনা সম্পর্কে আরশাদ অবগত ছিলেন।
২০২৩ সালের ২৭ জুন সেবির সামনে নিজের জবানবন্দিতে আরশাদ স্বীকার করেন, শুধু নিজের অ্যাকাউন্টে নয়, স্ত্রী ও ভাইয়ের নামেও শেয়ার বাজারে ট্রেড করেছিলেন। যদিও তারা দাবি করেছেন শেয়ার বাজার সম্পর্কে তাদের নূন্যতম জ্ঞান নেয়। মনীশ মিশ্রের ফাঁদে পড়ে নিজেরাও বিপুল ক্ষতি শিকার হয়েছেন।
ইএইচ/

