শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘নাদন’ ও ‘শিরোনাম’ মুক্তি পাচ্ছে না ঈদে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

নাদান ও শিরোনাম মুক্তি পাচ্ছে না ঈদে

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিয় তারকাদের সিনেমা। আসন্ন কোরবানি ঈদে মুক্তির তালিকায় আছে ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’,‘নীলচক্র’ ‘এশা মার্ডার’সহ একগুচ্ছ সিনেমা। ঈদে মুক্তির মিছিলে ছিল ‘শিরোনাম’ এবং ‘নাদন’ সিনেমা! তবে ঈদের এক সপ্তাহ আগে মুক্তির মিছিল থেকে সরে গেল সিনেমা দুটি। 

‘নাদান’ সিনেমায় জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও সায়মা স্মৃতি। এবার জানা গেল কারিগরি জটিলতার কারণে ছবিটি মুক্তির মিছিল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঈদের মুক্তি না দেওয়া কারণ জানতে চাইলে অভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে এই ঈদে আসছে না নাদান। যাঁরা নাদানের পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতে নাদান সিনেমার জন্য এই ভালোবাসা আবারও পাব।’

MixCollage-15-May-2025-12-10-PM-5555-dfgdgdf

গত ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল নাদানের। ‘নাদান’ ফরহাদ হোসেন পরিচালিত প্রথম সিনেমা। শ্যামল ও সায়মা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।

এদিকে মুক্তির মিছিল থেকে সরিয়ে নেওয়া হয়েছে নিরব হোসেন অভিনীত ‘শিরোনাম’ সিনেমাটি। ছবির ফাস্টলুক প্রকাশ করে জানান হয়েছিল আসন্ন কোরবানি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। পোস্টারে লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেইন আর কালো জ্যাকেটের মিশেলে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন নিরব। তার চরিত্রের নাম ইব্রাহিম। ছবি শুটিং এখনও শেষ না হওয়ায় ঈদে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত বাতিল করা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিরব।

তিনি বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইছি না। সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি শেষ করে দর্শকের সামনে আসতে চাই। কারণ, শিরোনামের গল্পটা খুব শক্তিশালী।’

ইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর