রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে শুধু মুখগুলো বদলেছে: বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে শুধু মুখগুলো বদলেছে: বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন যিনি কোনো বাঁধায় মানেন না। অকপটে সত্য তুলে ধরেন। পাশাপাশি নিজের মতামত প্রকাশ করেন। অনেকেই অভিনেত্রীর কথায় মন খারাপ করেন। তবুও কোনো কিছুই তোয়াক্কা করে না। সবসময়  নিজের অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। 

আমি ব্যর্থ হয়েছি, জন্মদিনে লিখলেন বাঁধন

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিলেন। সবসময় নিজের দেশ এবং দেশের মানুষের কথা ভাবেন। প্রমাণ পাওয়া যায় অভিনেত্রী সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে। এবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাঁধন। আজ শুকবার (৩০ মে) এক পোস্টে অভিনেত্রী লিখেছেন , নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।’

jhdhfdhfd

এখানেই শেষ না তিনি আরও লিখেছেন, ‘দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরণের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!’

আমি একজন গর্বিত 'র' এজেন্ট ছিলাম: বাঁধন

তিনি যোগ করেন, ‘নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চায়নি। দেশর জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে। এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয়। এটা সবার যারাই রাজনীতিতে আছেন।’

472102998_18440055856074166_4439369462591271500_n_20250526_135358123

সবশেষে অভিনেত্রী বাঁধন লিখেছেন, ‘আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে। আমরা যদি আবারও পুরনো পথ ধরি তাহলে পুরনো ফল পাব। আমরা ভালো কিছু চাই। আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা থেকে।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর