শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূতের সঙ্গে লড়াই করে সন্তানকে বাঁচালেন কাজল!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১১:২৬ এএম

শেয়ার করুন:

ভূতের সঙ্গে লড়াই করে সন্তানকে বাঁচালেন কাজল!

বলিউড অভিনেত্রী কাজলের নাম শোনার পর চোখের সামনে ভেসে ওঠে রোমান্টি এক হাসিমুখ। অভিনয়ের মায়া জালে আটকেছেন কোটি অনুরাগীকে। সম্প্রতি রোমান্টি সিনেমার গল্পের তুলনায় অ্যাকশন সিনেমাতে বেশি দেখা যাচ্ছে। তবে এবার একেবারে অচেনা রূপে ধরে দিয়েছেন বলি তারকা। 

সিনেমার মতো স্মৃতিশক্তি হারিয়েছিলেন কাজল, কীভাবে ফিরে পান?


বিজ্ঞাপন


অতিলৌকিক থ্রিলার ছবি ‘মা’তে এক ভয়ঙ্কর রূপে দেখা যাবে। এই ছবির সুবাদেই প্রথমবারের মতো কাজল হাজির হচ্ছেন হরর ঘরানার ছবিতে। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে হাড় হিম করা ছবির মোশন পোস্টার। যেখানে এক বিভীষিকাময় প্রেতের মুখোমুখি কাজল। অভিনেত্রীকে দেখা যাবে মা চরিত্রে। সন্তানকে অশুভ শক্তি থেকে রক্ষা করতে লড়াই করবেন- এ নিয়েই গড়ে উঠছে ছবির মূল কাহিনি।

thumb_48325

গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ‘মা’ ছবির পোস্টার প্রকাশ করেন ছবির পরিচালক বিশাল ফুরিয়া। ওই পোস্টে তিনি লিখেছেন, “রক্ষক, ভক্ষক, মা।” এরইসঙ্গে ঘোষণা দিয়েছেন আজ শুক্রবার (৩০ মে) মুক্তি পাবে ছবির ট্রেলার। 

কীভাবে এত ফর্সা হলেন, জানালেন কাজল


বিজ্ঞাপন


এদিকে পরিচালক জানিয়েছেন,‘মা’ সিনেমার গল্পে যেমন ভৌতিক উপাদান রয়েছে, তেমনি রয়েছে ভারতীয় মিথ, মাতৃত্ব, আত্মত্যাগ ও সাইকোলজিক্যাল থ্রিলারের মিশেল। গতকাল ছবির ট্রেলার প্রিমিয়ার অনুষ্ঠানে কাজল জানিয়েছিলেন, “এ ছবির শুটিংয়ের সময় ভয় পেতাম। এটা একটি মানসিক যুদ্ধের গল্প। যেখানে একজন মা নিজের সন্তানকে রক্ষার জন্য সব সীমা পেরিয়ে যায়।”

kajol_jk

ছবির পোস্টের প্রকাশের পর দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন।  এ ছবিতে কাজল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মাকে। সিনেমাটি প্রযোজনা করেছেন অজয় দেবগণ। ‘মা’ মুক্তি পাবে আগামী ২৭ জুন। এ সিনেমাটি হিন্দি ছাড়াও বাংলা, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর